হোয়াইট হাউসে গণছাঁটাই

প্রতিনিধিত্বমূলক চিত্র

কর্মী ছাটাই করতে চলেছে ট্রাম্প প্রশাসন। জানা গিয়েছে, আমেরিকা সরকারের বিদেশ দপ্তরের বেশ কিছু কর্মীকে ছাঁটাই করা হবে। শুক্রবার সে দেশের বিদেশ দপ্তরের সহকারী সচিব মাইকেল জে রিগাস ঘনিষ্ঠ মহলে এ খবর নিশ্চিত করেছেন। সূত্রের খবর, আগামী শুক্রবার নোটিশ দিয়ে একাধিক কর্মীকে জানানো হবে তাঁদের আর চাকরি নেই।

দ্বিতীয়বার ক্ষমতায় এসেই হোয়াইট হাউসের কর্মীদের ছাঁটাইয়ের পথে হেঁটেছিল ট্রাম্প প্রশাসন। তবে নিম্ন আদালত ছাঁটাইয়ের বিপক্ষে স্থগিতাদেশ দিয়েছিল। সম্প্রতি আমেরিকার সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ খারিজ করে দিয়েছে। আমেরিকার সুপ্রিম কোর্ট জানিয়েছে, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারবে ট্রাম্প প্রশাসন। প্রথম কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে জানা গিয়েছিল, প্রশাসন চালাতে অত্যধিক খরচ বেড়েছে। সে জন্যই কর্মী ছাঁটাই করেছে ডোলাল্ড ট্রাম্পের সরকার। পরে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়ো জানান, আমলাতন্ত্রের ফাঁস ছাড়াতেই এই রাস্তায় হাঁটতে চলেছে ট্রাম্প প্রশাসন।

যদিও ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনা করেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, সারা বিশ্বে কূটনৈতিক পরিসর কমিয়ে আনতেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছেন ট্রাম্প। জানা গিয়েছে, বিদেশ দপ্তরের ১৮ হাজার কর্মীর মধ্যে ১৫ শতাংশকে ছেটে ফেলবে ওয়াশিংটন। তবে বিভিন্ন দূতাবাসে কর্মরতদের এখনই ছাঁটা হবে না।