অনলাইন ‘জিহাদি কোর্স’ জইশের, দায়িত্বে মাসুদের ২ বোন

‘জামাত-উল-মুমিনাত’ নামের একটি শাখা খুলতে চলেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এই শাখা শুধুমাত্র মহিলাদের জন্য। অনলাইনে ‘জিহাদি কোর্স’ করাবে এই শাখা সংগঠন। মহিলা জঙ্গি তৈরিতে জোর দেবে ‘জামাত-উল-মুমিনাত’। জেইএম প্রধান মাসুদ আজহারের দুই বোনের পাশাপাশি পুলওয়ামায় সেনাদের উপর হামলায় জড়িত জঙ্গিদের স্ত্রীরা এই সংগঠের কর্যপরিচালনার কজ করেবন।

গোয়েন্দা সূত্রে খবর, এই কোর্সে ইসলামের কর্তব্য শেখাবেন শিক্ষার্থীদের। অনলাইনে শিক্ষাদান ৮ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা। জানা গিয়েছে, মাসুদের দুই বোন সাদিয়া আজহার এবং সামাইরা আজহার প্রতিদিন ৪০ মিনিটের একটি বক্তৃতা
দেবেন। মূলত মহিলাদের ‘জামাত-উল-মুমিনাত’-এ যোগদানে অনুপ্রাণিত করা হবে। মহিলা শিক্ষার্থীদের কাছ থেকে অনুদান বাবদ ৫০০ টাকা করে নেওয়া হবে। এক গোয়েন্দাকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এই উদ্যোগে অংশ নিচ্ছেন মাসুদ আজহার এবং জইশের কমান্ডারদের মহিলা আত্মীয়েরা। তাঁরা অনলাইন কোর্সে অংশগ্রহণকারীদের জিহাদ এবং ইসলামের দৃষ্টিকোণ দিয়ে তাঁদের কর্তব্য সম্পর্কে শিক্ষা দেবেন।’

এই কোর্স অনলাইনের করার কারণ হিসেবে জানা গিয়েছে, পাকিস্তানের অনেক জায়গায় এখনও নারীদের একা বাইরে বের হওয়া অনুচিত বলে ধার্য হয়। সেক্ষেত্রে অনলাইনে নারীরা বাড়িতে বসেই যোগ দিতে পারবেন। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জঙ্গি সংগঠন জেইএম এত দিন সশস্ত্র জিহাদে মহিলাদের যোগদান নিষিদ্ধ করে রেখেছিল। তবে সম্প্রতি মাসুদ এবং তার ভাই তালহা আল-সইফ সংগঠনের কার্যক্ষমতা বাড়াতে মহিলাদের ব্যাপক হারে অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হয়েছেন।