উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্ত বিদেশী পড়ুয়াদের ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখার পর এবার চিনা পড়ুয়াদের উপর আরও চাপ বাড়াল ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চিনা পড়ুয়াদের ভিসা ‘আগ্রাসীভাবে প্রত্যাহার’ করা হবে। এক বিবৃতিতে রুবিও বলেছেন, ‘চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে কোনওভাবে যুক্ত, কিংবা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অধ্যয়নরত পড়ুয়াদের ভিসা বাতিল করতে পারে।’ তিনি আরও জানিয়েছেন, গণপ্রজাতন্ত্রী চিন এবং হংকং থেকে ভবিষ্যতে যাঁরা ভিসার জন্য আবেদন করবেন, তাঁদের সেই আবেদনও যাচাই-বাছাই করে খতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, এই ঘোষণার ঠিক একদিন আগেই আমেরিকায় ভিসা আবেদনকারীদের সমস্ত পোস্ট খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিল সে দেশের প্রশাসন। এজন্য বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলিকে পড়ুয়াদের ভিসার জন্য সাক্ষাৎকারও সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তার ২৪ ঘণ্টার মধ্যেই এবার চিনা পড়ুয়াদের জন্য এই বার্তা দেন রুবিও।
ভারতের পরে মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পড়ুয়ার সংখ্যায় চিন হল দ্বিতীয় দেশ। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আমেরিকায় চিনা পড়ুয়া ছিল মোট বিদেশি পড়ুয়াদের প্রায় এক চতুর্থাংশ, যা সংখ্যায় ২ লক্ষ ৭০ হাজারেরও বেশি।
ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে পড়ুয়াদের। আগাম কোনও কিছু না জানিয়েই বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিলের ঘটনা আগেও ঘটেছে। প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ থেকে শুরু করে বিভিন্ন কারণে বিদেশি পড়ুয়াদের ক্ষেত্রে এই কড়াকড়ি শুরু করেছে ট্রাম্পের প্রশাসন। বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিলের সম্ভাবনা এড়াতে আমেরিকার বাইরে না-যাওয়ার পরামর্শ দিয়েছিল আমেরিকার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানও। এরই মাঝে রুবিও গত সপ্তাহে পরিসংখ্যান উল্লেখ করে জানান, ভিসা বাতিল হওয়া পড়ুয়ার সংখ্যা এই মুহূর্তে কয়েক হাজারে গিয়ে দাঁড়িয়েছে। এও জানানো হয় যে, আমেরিকায় যেতে আগ্রহী বিদেশিদের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেবে বিদেশ দপ্তর। সেই আবহেই আবার চিনা পড়ুয়াদের ক্ষেত্রে লাগাম পরাল ট্রাম্প প্রশাসন।