ফের আমেরিকায় বিমান দুর্ঘটনা ঘটল। অ্যারিজোনায় মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষের ২ জনের মৃত্যু হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। আকারে বেশ ছোটই ছিল দুর্ঘটনার শিকার হওয়া বিমান দুটি। সেই কারণেই হতাহতের সংখ্যা কম বলে মনে করা হচ্ছে।
অ্যারিজোনার টাস্কন শহরের এই দুর্ঘটনা ঘটে। আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। বিমানের ব্ল্যাকবক্স খোঁজার চেষ্টা চালাচ্ছেন তারা। এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) ভূমিকাও আতসকাচের তলায় রয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ বিমান দুটি মেনেছিল কিনা বা আদৌ এটিসি পাইলটদের নির্দেশ দিয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
যে বিমান দুটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, সেগুলি সিঙ্গল ইঞ্জিনের বিমান। মাঝ আকাশে সংঘর্ষের পর একটি বিমানে ভেঙে পড়ে মারানা বিমানবন্দরের রানওয়েতে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুন এবং কালো ধোঁয়ার কুণ্ডলী চোখে পড়েছে বহু দূর থেকেও। কয়েক সপ্তাহ আগেই ওয়াশিংটন ডিসিতে বিমান ও এক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছিল। তাতে প্রাণ হারিয়েছিলেন ৬৭ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল আমেরিকায়।