ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আটকে তীব্র নিন্দা মামদানির

ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া অ্যাডেলা ফ্লোরেসকে আটক করার বিষয়টি নিয়ে তীব্র নিন্দা জানালেন জোহরান মামদানি।  এই ঘটনার সমালোচনা করে ‘যুদ্ধ ঘোষণা’ ও ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে জানিয়েছেন নিউ ইয়র্কের নব নির্বাচিত মেয়র মামদানি।

মাদুরোর গ্রেপ্তারির পরে আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।  মামদানি এক্স হ্যান্ডলে এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের উপরে একতরফা আক্রমণ চালানো আসলে সরাসরি যুদ্ধের সমান। এটি আন্তর্জাতিক ও ফেডারেল আইনের চরম লঙ্ঘন। ক্ষমতা পরিবর্তনের এই মরিয়া চেষ্টা কেবল বিদেশের মাটিতেই নয়, বরং নিউ ইয়র্কে বসবাসকারী হাজার হাজার ভেনিজ়ুয়েলার মানুষের উপরেও সরাসরি প্রভাব পড়বে।’

তাঁর প্রশাসনের মূল লক্ষ্য নিউ ইয়র্কের সাধারণ মানুষ ও ভেনেজ়ুয়েলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।  পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন জোহান জামদানি।