আগুনের গ্রাসে মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারস্

আগুনের গ্রাসে বিশ্বের অন্যতম প্রসিদ্ধ বহুতল পেট্রোনাস টাওয়ারস্। শনিবার সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ওই বহুতলের তিন নম্বর টাওয়ারে আগুন লাগে।মনে করা হচ্ছে, বহতলটির রুফ টপ রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত। বহুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ পাওয়া খবরে হতাহতের খবর জানা যায়নি। তবে আগুনের গ্রাসে সম্পত্তির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।  অগ্নিকাণ্ডের ভয়াবহ ছবি সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ে।   

মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারস পেট্রোনাস টুইন টাওয়ার নামেও পরিচিত। মালয়েশিয়ার আকাশচুম্বী এই ৯৩ তলাবিশিষ্ট বহুতল কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট এর র‍্যাঙ্কিং অনুসারে ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। বর্তমানে এর স্থান ২১ নম্বরে। 
 
কীভাবে এই বহুতলে আগুন লেগেছিল তা এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে, এর ৫৭ তলায় একটি রেস্তোরাঁ রয়েছে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। এই বহুতলে রয়েছে বহু অফিস ও রেস্তোরাঁ।  মালয়েশিয়ার ‘সেন্ট্রাল ফায়ার অ্যান্ড রেসকিউ’ বিভাগের প্রধান মোহাম্মদ হাফিজান হাসান জানান, কীভাবে এই আগন লাগার ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।