মায়ানমারে বিতর্কিত ভোটে জয় জুন্টা-সমর্থিত ইউএসডিপির

মায়ানমারের সাধারণ নির্বাচনে প্রত্যাশিতভাবেই জয় পেল সামরিক জুন্টা সরকারের মদতপুষ্ট ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনা ও বিরোধী দলগুলির বয়কট সত্ত্বেও এই নির্বাচনের বৈধতা নিয়ে কোনও প্রশ্ন মানতে নারাজ দেশের সামরিক শাসকগোষ্ঠী। জুন্টা সরকারের প্রধান মিন আউং হ্লাইং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিদেশি সমালোচনায় তাঁদের সরকার বিচলিত নয়।

সরকারি ফল অনুযায়ী, জাতীয় সংসদের নিম্নকক্ষের ১৯৩টি এবং উচ্চকক্ষের ৫২টি আসনে জয়ী হয়েছে ইউএসডিপি। যদিও এই নির্বাচনে ভোটদানের হার ছিল অত্যন্ত কম।

গণতন্ত্রপন্থী বিরোধী দলগুলির বড় অংশ নির্বাচনে অংশ নেয়নি। বিশেষ করে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নির্বাচনী প্রক্রিয়া থেকেই বাদ পড়ে।


আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও একাধিক পশ্চিমি দেশ এই নির্বাচনকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, সামরিক শাসনের ছত্রচ্ছায়ায় হওয়া এই ভোটে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয়নি। তবে মিন আউং হ্লাইংয়ের দাবি, দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থেই এই নির্বাচন প্রয়োজন ছিল।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ফল মায়ানমারে সামরিক প্রভাব আরও শক্তিশালী করবে এবং গণতন্ত্রে ফেরার পথ আরও জটিল হয়ে উঠবে।