জাতীয় সংসদের নির্বাচন ঘিরে জামাত-বিএনপি তরজা 

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন করতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।  অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের নির্দেশমতো তার তোড়জোড়ও শুরু হয়েছে। কিন্তু জাতীয় সংসদের নির্বাচনের আগে গণভোটের দাবি নিয়ে এবার মুখোমুখি যুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামি তথা জামাত এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি।
 
শুক্রবার বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার সমাবেশে জামাত-সহ ৮টি দলের বিরুদ্ধে সোচ্চার হন। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল কয়েকটি দলকে নিয়ে জোট তৈরি করেছে। তারা নির্বাচনের আগেই গণভোট করতে সরকারের উপর চাপ সৃষ্টি করেছে। যদি ২টি ভোট করতে হয় তবে বহু অর্থ ব্যয় হবে। যারা এভাবে নির্বাচনের আগে গণভোট চাইছে তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।’ তিনি আরও বলেন, বিএনপি জাতীয় সংসদের ভোটের দিনই গণভোট করতে চায়।
 
এদিকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৃহস্পতিবার অসন্তোষ প্রকাশ করেছেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মহম্মদ তাহের। তিনি বলেছেন, ‘সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছে। ফেব্রুয়ারি কাছাকাছি এসে  গেলেও গণভোটের তারিখ ঘোষণা করা হচ্ছে না। নির্বাচনের আগেই গণভোট করতে হবে।’