প্যালেস্তাইন নিয়ে পশ্চিমী দেশগুলিকে হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলকে আটকানো যাবে না বলে হুঙ্কার দিলেন তিনি। রবিবার প্যালেস্তাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে একাধিক দেশ। ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ফ্রান্স এবং বেলজিয়ামও একই পথে হেঁটেছে। এই পরিস্থিতিতে পশ্চিমী দেশগুলিকে ফের তোপ দাগলেন নেতানিয়াহু।
বুধবার নেতানিয়াহু বলেন, ‘বেশ কিছু পশ্চিমী দেশ প্যালেস্তাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে। কিন্তু ইজরায়েলকে কোনওভাবেই আটকানো যাবে না।‘ এরপরই নেতানিয়াহুর দপ্তর থেকে একটি বার্তাও দেওয়া হয়। এক্স হ্যান্ডলে লেখা হয়, ‘প্যালেস্তাইন রাষ্ট্র কোনওদিনই গঠিত হবে না।‘ বিষয়টি নিয়ে কয়েকদিন আগেই ফুঁসে উঠেছিলেন নেতানিয়াহু। ব্রিটেন, কানাডার এই পদক্ষেপকে সন্ত্রাসবাদীদের হাতে পুরস্কার তুলে দেওয়া বলেও আখ্যা দিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত গাজায় ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ৬৪ হাজার মানুষের। এছাড়াও লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। দুর্ভিক্ষে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন অনেকে। এই অবস্থার মধ্যে বিশ্বের একাধিক দেশ প্যালেস্তাইনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রসঙ্ঘের ১৯৩টি দেশের মধ্যে প্যালেস্তাইনকে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে ভারত-সহ ১৪৫টি দেশ।