আশঙ্কা সত্যি করে বৃহস্পতিবার রাতে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইজরায়েল। এর ফলে ফের অশান্ত হতে পারে মধ্যপ্রাচ্য। সেই আশঙ্কায় অনেকটাই বেড়ে গেল অশোধিত জ্বালানি তেলের দাম। শুক্রবার সকালে অশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে সাড়ে সাত শতাংশের বেশি।
শুক্রবার সকালে ব্রেন্ট ক্রুড অয়েলের প্রতি ব্যারেলের দাম বেড়েছে ৫.২ ডলার বা ৭.৬৩ শতাংশ। এর জেরে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম হয়েছে ৭৫.৩২ মার্কিন ডলার। ২ এপ্রিলের পর এই দামই সর্বোচ্চ। ৭.৯১ শতাংশ বা ৫.৩৮ ডলার বেড়েছে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের প্রতি ব্যারেলের দাম। এই ধরনের ক্রুড অয়েলের প্রতি ব্যারেলের দাম হয়েছে ৭৩.৪২ ডলার।
বৃহস্পতিবার রাতে ইরানে হামলা শুরু করেছে ইজরায়েল। একাধিক জায়গা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এক ডজনেরও বেশি স্থানে হামলা চালানো হয়েছে বলে দাবি সংবাদ সংস্থার। বিশেষজ্ঞদের মতে, ইরান এই হামলার পাল্টা আক্রমণ শুরু করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে। অশোধিত জ্বালানি তেলে এর ব্যাপক প্রভাব পড়বে। সবচেয়ে বড় কথা, ইরান রোজ ২ কোটি ব্যারেল তেলের জোগান স্তব্ধ করতে পারে। এর ফলে হুড়মুড়িয়ে দাম বাড়তে পারে অশোধিত জ্বালানি তেলের।