যুদ্ধবিরতি ভেঙে ফের গাজায় হামলা চালাল ইজরায়েল। ত্রাণ প্রবেশ করার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে গাজায় একের পর এক বিমানহামলা চালাচ্ছে ইজরায়েল। হামলায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। যদিও ইজরায়েলি বাহিনীর দাবি, মূলত হামাসের ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। ইজরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, তাদের সৈন্যদের ওপর হামাসের হামলার অভিযোগ পাওয়ার পর তারা বিমান হামলা চালিয়েছে।
নতুন করে অশান্তি শুরু হওয়ার জন্য অবশ্য হামাসকেই দায়ী করেছে ইজরায়েল সরকার। ইজরায়েলের বিদেশমন্ত্রী ইজরায়েল কাট্জ প্রকাশ্যে হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘সেনাদের আক্রমণ করা হলে আমরা চুপ করে বসে থাকব না। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য হামাসকে উচিত শিক্ষা দেব আমরা।’ এদিকে গাজায় ইজরায়েলের হামলার পর মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে হামাসের সঙ্গে এটা (যুদ্ধবিরতি) শান্তিপূর্ণভাবে চলবে।’
প্রসঙ্গত, প্রায় দু’বছর ধরে সংঘর্ষ চলার পর গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে প্রাণঘাতী হামলা চালিয়েছিল হামাস। এর পাল্টা হিসেবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইজরায়েল। তারপর থেকে ইজরায়েলি বাহিনীর হাতে ৬৮ হাজার প্যালেস্তাইনি নিহত হয়েছেন। গাজার বেশির ভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইজরায়েল ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে। এই সময়ের মধ্যে ইজরায়েলি হামলায় অন্তত ৯৭ জন প্যালেস্তাইনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।