শান্তিচুক্তি লঙ্ঘন করল ইজরায়েল। শনিবার উত্তর ও মধ্য গাজায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইজরায়েল। হামলায় কমপক্ষে ২৪ জন প্যালেস্তিনি নিহত হয়েছে বলে খবর। আহতের সংখ্যা ৫০-র বেশি। মৃতদের মধ্যে অনেক শিশুও রয়েছে বলে দাবি হামাসের। এই হামলায় পাঁচ হামাস নেতার মৃত্যু হয়েছে বলে দাবি ইজরায়েলের। গত মাসেও শান্তিচুক্তি লঙ্ঘন করে গাজার বুকে হামলা চালিয়েছিল ইজরায়েলি সেনা।
দুই বছরের যুদ্ধের পর অবশেষে ১০ অক্টোবর মার্কিন মধ্যস্থতায় ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। শনিবার ইজরায়েলের হামলা অন্যান্য বারের থেকে অনেক বেশি ভয়ঙ্কর ছিল বলে মনে করা হচ্ছে। ইজরায়েলের সেনাবাহিনীর দাবি, একজন সশস্ত্র জঙ্গি গাজা উপত্যকার নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ঢুকে পড়ে এবং ইজরায়েলি সেনার উপর গুলি চালায়।
এরপরেই ইজরায়েলের সেনাবাহিনী হামলা চালায় বলে দাবি করেছে তারা। যুদ্ধবিরতির সময়ও এই ধরনের হামলার ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। বুধবার এবং বৃহস্পতিবার ১২ ঘণ্টার মধ্যে কমপক্ষে ৩৩ জন প্যালেস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইজরায়েলের সেনার গুলিতে ৩১২ জন প্যালস্তিনি নিহত হয়েছেন।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য হামাসকে অভিযুক্ত করেছে। এক্স হ্যান্ডলে একটি পোস্টে বলা হয়েছে, ‘হামাস আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইজরায়েলের অধিকৃত অঞ্চলে একজন জঙ্গি প্রবেশ করে সেনাদের উপর আক্রমণ চালিয়েছে।‘ পোস্টে আরও লেখা হয়েছে, ‘ এরপরে ইজরায়েলের সেনা পাঁচজন হামাসকে হত্যা করেছে।‘ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, ইজরায়েল যুদ্ধবিরতিকে সম্মান জানালেও হামাস তা করেনি।
আমরা আবারও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে হামাস যুদ্ধবিরতি পালন করে।‘ এরপর হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইজরায়েল ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে তা দুর্বল করা চেষ্টা চালাচ্ছে। ‘আমরা মধ্যস্থতাকারীদের জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার এবং অবিলম্বে এই লঙ্ঘন বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি।‘ ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত প্যালেস্তাইনের বিদেশ মন্ত্রক এই হামলার নিন্দা জানিয়েছে। ‘গণহত্যা বন্ধ করার’ জন্য ইজরায়েলের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে হামাস।
উল্লেখ্য গত মাসে মার্কিন এক রিপোর্ট অনুযায়ী গাজায় হামলা চালিয়েছিল ইজরায়েলি সেনা। ওই রিপোর্টে হামাসের গোপন ষড়যন্ত্রে কথা বলা হয়েছিল। সেটি প্রকাশিত হওয়ার পর গাজায় আক্রমণ চালায় ইজরায়েল। পরে মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, ‘প্যালেস্তাইনে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে এই পরিকল্পিত আক্রমণ যুদ্ধবিরতি চুক্তিকে সরাসরি লঙ্ঘন করবে।
মধ্যস্থতার মাধ্যমে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তাকে নষ্ট করবে।’ হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘যদি হামাস এই আক্রমণ চালিয়ে যায়, তাহলে গাজার জনগণ এবং যুদ্ধবিরতি রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’ তবে হামাস আক্রমণের উত্তরে কী ব্যবস্থা নেওয়া হবে তা বিবৃতিতে জানায়নি আমেরিকা। এক মাস পর ফের গাজায় হামলা চালাল ইজরায়েল।