মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইজরায়েল ও সিরিয়া

ইজরায়েলের হামলার পর সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উড়ছে ধোঁয়া।

পরস্পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইজরায়েল ও সিরিয়া। শুক্রবার তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক একথা জানিয়েছেন। এ বিষয়ে তিনি সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে বলেছেন, ‘আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র ত্যাগ করার এবং অন্য সংখ্যালঘুদের নিয়ে একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়া গড়ার আহ্বান জানিয়েছি।’

তিনি আরও বলেন, তুরস্ক, জর্ডন ও প্রতিবেশী দেশগুলি-সমর্থিত একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইজরায়েল ও সিরিয়া। যদিও ওয়াশিংটনে অবস্থিত ইজরায়েলি দূতাবাস ও সিরীয় কনস্যুলেট এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

প্রসঙ্গত ইজরায়েল গত বুধবার সিরিয়ার রাজধানী দামাস্কাস ও দক্ষিণের সুয়েইদা অঞ্চলে বিমান হামলা চালায়। ইজরায়েল এ সময় সুয়েইদা থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে নেওয়ার দাবি জানায়। দেশটির দাবি, তারা সিরিয়ার দ্রুজ সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার জন্য এ হামলা চালিয়েছে। সম্প্রদায়টি ছোট হলেও বেশ প্রভাবশালী। দ্রুজদের একটি অংশ ইজরায়েল ও লেবাননে বসবাস করে।


এদিকে সিরিয়ার সুয়েইদা অঞ্চলে গত প্রায় এক সপ্তাহ ধরে গোষ্ঠী সংঘর্ষ চলছে। বেদুইন যোদ্ধা ও দ্রুজ গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের মধ্য দিয়ে এই সহিংসতার সূত্রপাত। শুক্রবার রাতে সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে যে, দক্ষিণাঞ্চলে সংঘর্ষ থামাতে বিশেষ বাহিনী মোতায়েন করা হবে। নতুন করে যাতে সংঘাত শুরু না হয় এবং স্থিতিশীলতা বজায় থাকে, সে জন্য রাজনৈতিক ও নিরাপত্তামূলক উদ্যোগ নেওয়া হবে।