আমেরিকায় গিয়ে নিখোঁজ ভারতীয় তরুণী

বিয়ের জন্য আমেরিকায় গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক ভারতীয় তরুণী। পুলিশ সূত্রে খবর, নিখোঁজ তরুণীর নাম সিমরন। গত ২০ জুন তিনি ভারত থেকে নিউ জার্সিতে পৌঁছন। মার্কিন পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর এই তথ্য জানিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কারও জন্য অপেক্ষা করছেন তরুণী। যদিও তাঁর চোখে মুখে উদ্বেগের কোনও চিহ্ন ছিল না। বিয়েটা কোনও ফাঁদ ছিল কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

২০ জুন থেকে সিমরনের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি বাড়ির লোকেরা। উদ্বিগ্ন পরিবার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। লিন্ডেওয়াল্ড থানার পুলিশ সূত্রে খবর, সিমরন নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর গত বুধবার নিখোঁজ ডায়েরি হয়। ওই তরুণীর উচ্চতা ছিল ৫ ফুট ৪ ইঞ্চি এবং বাঁ কপালে তাঁর হালকা দাগ ছিল। শেষ যখন তাঁকে দেখা যায়, তরুণীর পরনে ছিল সাদা টি শার্ট এবং ছাই রংয়ের একটি প্যান্ট। তাঁর ছবি প্রকাশ করে তথ্য চেয়েছে আমেরিকার পুলিশ।

প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানিয়েছেন, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’-এর জন্যই বিদেশে গিয়েছিলেন ওই তরুণী। সম্ভবত বিয়ের টোপ দেখিয়ে বিদেশে ডাকা হয়েছিল ওই তরুণীকে। বিনামূল্যে তাঁর হাতে তুলে দেওয়া হয় বিমানের টিকিটও। সিমরন ইংরেজি বলতে পারেন না। সেই কারণে তরুণীর পরিণতি নিয়ে ধন্দে পুলিশ। নিউ জার্সিতে অবতরণের পর কোন দিকে গিয়েছেন, কোনও গাড়িতে উঠেছিলেন কিনা বা তাঁর সঙ্গে কাউকে দেখা গিয়েছে কিনা, সেই দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে।