কাবুল জেল থেকে মুক্ত শতাধিক জঙ্গির টার্গেট ভারত

প্রতিনিধিত্বমূলক চিত্র (File Photo: iStock)

গত ১৫ আগস্ট থেকে আফগানিস্তান দখল নিয়েছে তালিবান। তালিবানরা আফগানিস্তানের দুই জেল থেকে ৫ হাজারের বেশি বন্দিকে মুক্ত করে দেয়। এদের মধ্যে আল কায়েদা, আইসিস সহ জেইএম জঙ্গিরা রয়েছে।

ভারতীয় গােয়েন্দারা বিভিন্ন সুত্র মারফত জানতে পেরেছেন এইসব জঙ্গিদের মধ্যে শতাধিক জঙ্গিকে বেছে প্রশিক্ষণ দিচ্ছে জইশ ই মহম্মদ জঙ্গি প্রধান মাসুদ আজাহার। কিভাবে ভারতে ঢুকে কোথায় কখন সশস্ত্র হামলা চালাতে হবে। তার প্রশিক্ষণ দিচ্ছে এই জঙ্গি নেতা।

জম্মু ও কাশ্মীর কে অশান্ত করতে পাক সেনাবাহিনীর একাংশের সহযােগিতায় এই হামলা চালাতে পারে বলে আশংকা ভারতীয় গােয়েন্দাদের। গত সপ্তাহে এই ধরনের প্রশিক্ষণ পর্ব চলেছে।


সােশাল মিডিয়ার তালিবানদের আফগানিস্তান জয়ে উজ্জীবিত হয়ে মাসুদ আজাহার ফের ভারত কে টার্গেট লিস্টে রাখছে বলে খবর। গত ৩১ জুলাই দুই জঙ্গিনেতাকে খতম করে ভারতীয় সেনাবাহিনী। এর জবাব দিতে পাল্টা হামলার পথে জেইএম।