‘সময়মতো এর যোগ্য জবাব দেবে পাকিস্তান’, হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

পহেলগামে সন্ত্রাসবাদীদের হামলার পালটা মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর অভিযান  চালিয়েছে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৯টি জঙ্গিঘাঁটি। ভারতের হাতে এই হামলার বদলার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই হামলার জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন তিনি। তিনি জানিয়েছেন, ‘সময়মতো এর যোগ্য জবাব দেবে পাকিস্তান’।

ভারতের এই হামলার তীব্র নিন্দা করে পাকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূতকে জরুরি তলব করে ইসলামাবাদ। বুধবার সকালে পাকিস্তানে ভারতীয় দূতাবাসের দায়িত্বে থাকা আধিকারিককে পাকিস্তান সরকারের তরফে ডেকে পাঠানো হয়। এক বিবৃতিতে পাকিস্তান ভারতের এই হামলার নিন্দা করে। জানানো হয়েছে, ভারতের এই পদক্ষেপ পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। এই ধরনের পদক্ষেপ জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নিয়ন্ত্রক প্রতিষ্ঠিত নিয়মের লঙ্ঘনকারী। এছাড়াও, পাকিস্তান যে শত্রুতাপূর্ণ আচরণ করছে বলে ভারত অভিযোগ এনেছে, সেই যুক্তি ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় ইসলামাবাদ।

পাকিস্তানের দাবি, বিনা উস্কানিতে ভারত আঘাত হেনেছে। এছাড়াও, জঙ্গি নিহত হওয়ার কথা অস্বীকার করছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, নারী ও শিশু সহ বেশ কয়েকজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ইসলামাবাদ এও দাবি করেছে যে ভারতের সামরিক পদক্ষেপ এই অঞ্চলের শান্তির জন্য গুরুতর হুমকি।পাকিস্তান এই অভিযানের পিছনে ভারতের উদ্দেশ্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।


হুঁশিয়ারি আগেই দিয়েছিল ভারত। সেই মতো হামলার ঠিক ১৫ দিনের মাথায় গুঁড়িয়ে দেওয়া হয় লস্কর-ই-তৈবা-সহ অন্যান্য জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার। এই হামলার কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তান। তাঁদের দাবি, হামলার জেরে ৮ জনের মৃত্যু হয়েছে। যদিও সূত্রের খবর, অন্তত ৯০ জঙ্গির মৃত্যু হয়েছে এই হামলায়। আহত হয়েছেন বহু। ভারতের হামলার পরই পালটা জবাবের হুঁশিয়ারি দিয়ে বিবৃতি দেয় পাকিস্তান।

এক্স হ্যান্ডেলে শাহবাজ শরিফ লেখেন, ‘কাপুরুষের মতো পাকিস্তানের পাঁচটি অঞ্চলে হামলা চালানো হয়েছে। এই হামলা যুদ্ধাপরাধ। এর পালটা জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে। আমরা এর যোগ্য জবাব দেব। পুরো পাকিস্তান সেনার পাশে রয়েছে। আমাদের সেনাবাহিনী জানে কীভাবে শত্রুর মোকাবিলা করতে হয়।’

শরিফ আরও জানান, ‘আমরা শত্রুর খারাপ উদ্দেশ্য সফল হতে দেব না।’ হামলার নিন্দা করে পাকিস্তানের তরফে এক  বিবৃতিতে লেখা হয়েছে, ‘ভারতীয় বায়ুসেনা ভারতের আকাশসীমা থেকেই পাকিস্তানের মাটিতে এই হামলা চালায়। পাকিস্তানের নিরীহ জনতার উপর এই হামলা চলেছে।  শিশু, মহিলা-সহ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। বাণিজ্যিক বিমান চলাচলের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করেছে। সময়মতো এই হামলার পালটা জবাব দেব আমরাও।’

অন্যদিকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিক বৈঠক করে জানান, পহেলগাম হামলার পর ১৫ দিন ধরে পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে কোনওরকমের পদক্ষেপ করেনি। তাই পাক জঙ্গিঘাঁটিতে নিয়ন্ত্রিত হামলা করা হয়েছে। তিনি জানিয়েছেন, জঙ্গিদের জবাব দিতে ভারত শক্তি প্রয়োগ করেছে।