‘ভুলেও প্রত্যাঘাত নয়’, পাকিস্তানকে সতর্ক করল আমেরিকা

প্রতিনিধিত্বমূলক চিত্র

অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানকে সতর্ক করল আমেরিকা। মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এই হামলার বদলার হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই হামলায় ভারতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তিনি জানিয়েছেন, ‘সময়মতো এর যোগ্য জবাব দেবে পাকিস্তান।’ কিন্তু এই হুঁশিয়ারির পাল্টা পাকিস্তানকে সতর্ক করেছে আমেরিকা। আমেরিকার তরফে বলা হয়েছে, ‘ভুলেও প্রত্যাঘাত নয়’। হামলা এবং পালটা হামলার জেরে পরিস্থিতি যাতে যুদ্ধের দিকে না গড়ায় সে কথা মাথায় রেখেই পাকিস্তানকে ফোনে সতর্ক করেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। হোয়াইট হাউসের একটি সরকারি সূত্রের দাবি, রুবিও স্পষ্ট জানিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ করার সম্পূর্ণ অধিকার রয়েছে ভারতের।

হোয়াইট হাউস সূত্রে খবর, ভারতের হামলা ও পাকিস্তানের পালটা জবাবের হুঁশিয়ারির পর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। পাকিস্তানকে স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে ভারতের। এই হামলার পালটা কোনও হঠকারী সিদ্ধান্ত না নিয়ে পাকিস্তানকে সংযত থাকার আবেদন জানিয়েছেন মার্কিন বিদেশসচিব।

এদিকে পাকিস্তানে ভারতের সামরিক হামলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মার্কিন প্রেসিডেন্ট প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘এটা লজ্জাজনক। আমার মনে হয় অতীতের কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষ জানত যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। তারা অনেক, বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।’


বুধবার পাকিস্তানে বসবাসকারী আমেরিকার নাগরিকদের সংঘাতপূর্ণ এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে আমেরিকা। পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদীদের ডেরা লক্ষ্য করে ভারত অপারেশন সিন্দুর শুরু করার পর এই সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সতর্কবার্তায় বলা হয়েছে, ‘আমরা পাকিস্তানে ভারতের সামরিক হামলার খবর সম্পর্কে অবগত। আমরা ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’ সন্ত্রাসবাদ এবং সশস্ত্র সংঘাতের সম্ভাবনার কারণে ভারত-পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখার আশেপাশের এলাকাগুলিতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘আমরা জানি যে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক বিমান বাতিল করা হয়েছে। মার্কিন নাগরিকদের পরামর্শ বার্তায় বলা হয়েছে, ‘ নিরাপদে সক্রিয় সংঘাতপূর্ণ এলাকা ছেড়ে চলে যান, অথবা সেখানে আশ্রয় নিন। মার্কিন দূতাবাস আমাদের বার্তা ব্যবস্থার মাধ্যমে প্রয়োজন অনুসারে আপডেট পাঠাবে।’

পহেলগামে জঙ্গি হামলার বদলার হুঁশিয়ারি আগেই দিয়েছিল ভারত। হামলার ঠিক ১৫ দিনের মাথায় মঙ্গলবার মধ্য রাতে গুঁড়িয়ে দেওয়া হয় লস্কর ই তৈবা-সহ অন্যান্য জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। এই হামলার কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তান। তাঁদের দাবি, হামলার জেরে ৮ জনের মৃত্যু হয়েছে। যদিও অসমর্থিত সূত্রে খবর, বহু জঙ্গির মৃত্যু হয়েছে এই হামলায়। আহত হয়েছেন আরও অনেকে। ভারতের হামলার পরই পালটা জবাবে হুঁশিয়ারি দিয়ে বিবৃতি দেয় পাকিস্তান।

পাশাপাশি এক্স হ্যান্ডেলে মার্কো রুবিও লেখেন, ‘গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছে হোয়াইট হাউস। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজতে আমরা চেষ্টা চালিয়ে যাব।’