নিজের দেশের জন্যই ঋণ আটকাতে আইএমএফকে চিঠি জেলবন্দি ইমরানের

ইসলামাবাদ, ২৪ ফেব্রুয়ারি– নির্বাচনে কারচুপির প্রশ্ন তুলে এবার বিশ্ব দরবারে পাকিস্তানের বাস্তব পরিস্থিতি দেখালেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান৷ জেলে বসেই এবার নিজের দেশের জন্যই ঋণ আটকাতে চেয়ে ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ডকে চিঠি পাঠালেন ইমরান খান৷ সেই চিঠিতে ইসলামাবাদের জন্য নতুন করে কোনও ঋণের অনুমোদন দেওয়ার আগে যেন নির্বাচনী ফলাফলের একটি অডিট করা হয়, সেই দাবিই তুলেছেন ইমরান৷ সংবাদ সংস্থা এএনআই-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান নিজেও স্বীকার করেছেন সেই চিঠি পাঠানোর কথা৷ চিঠি প্রসঙ্গে ইমরানের অবশ্য সোজাসাপ্টা বক্তব্য, তাদের দেশের যা আর্থিক হাল, এই অবস্থায় যদি পাকিস্তান নতুন করে ঋণ নেয়, তাহলে সেই ঋণের টাকা ফেরত দেবে কে? করের বোঝা চাপবে নিরিহ জনতার ওপর৷ সেটাই বড় প্রশ্ন ইমরানের কাছে৷

ইমরানের আশঙ্কা এই অবস্থায় যদি নতুন করে ঋণ দেওয়া হয়, তাহলে ইসলামাবাদের উপর আরও চাপ বাড়বে এবং একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পাকিস্তানের দারিদ্র৷ প্রসঙ্গত, গতকালই পিটিআই সেনেটর আলি জাফর দাবি করেছিলেন ইমরান খান ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ডকে চিঠি পাঠাতে চলেছেন৷ আর এরপরই ইমরানের তরফ থেকে এই স্বীকারোক্তি এল৷

তবে একইসঙ্গে ওই সংবাদসংস্থা সূত্রে এও জানা যাচ্ছে, ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ড নতুন পাকিস্তানি সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছে৷ প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরানের দাবিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে৷ ইমরানের চিঠির তীব্র নিন্দাও জানিয়ে পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী ইশাক দারও দাবি করেছেন ইমরানের ওই চিঠির কোনও গুরুত্বই নেই৷ উল্টে ইমরান যে চিঠি ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ডকে পাঠিয়েছেন, তা পাকিস্তানের জাতীয় স্বার্থের পরিপন্থী বলেই দাবি ইশাকের৷