মারিয়াকে সাহায্য করেছি, দাবি ট্রাম্পের

প্রতিনিধিত্বমূলক চিত্র

শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ট্রাম্পের নোবেল পাওয়ার আকাঙ্ক্ষায় জল ঢেলে নোবেল কমিটি ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করেছে চলতি সালে নোবেল শান্তি পুরস্কারপ্রাপক হিসাবে। যদিও এই শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন মাচাদো।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, মাচাদোকে একাধিক কাজে সাহায্য করেছেন তিনি। তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে মারিয়ার। ফোনে জানিয়েছেন, ট্রাম্পের সম্মানে তিনি এই পুরস্কার গ্রহণ করছেন। এমনকি, এই পুরস্কারের যোগ্য দাবিদার ছিলেন ট্রাম্প, স্বীকার করেছেন মারিয়া। শুক্রবার নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা হওয়ার পর হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মারিয়ার সঙ্গে এই ফোনালাপের কথা ফাঁস করেছেন ট্রাম্প।

উল্লেখ্য, ট্রাম্প বহুদিন ধরে দাবি করেছেন যে, তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য যোগ্য প্রার্থী। নোবেল শান্তি পুরস্কারের জন্য এ বছর মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছিল। তালিকায় ছিলেন ট্রাম্পও। কিন্তু শেষ পর্যন্ত এই বছর নোবেল পুরস্কার জোটেনি ট্রাম্পের। এই ঘোষণার পর ট্রাম্প বলেন, ‘নোবেল শান্তি পুরস্কার যে পেয়েছে, সে আমাকে ফোন করেছিল। বলেছে, আমি এটা আপনার সম্মানেই গ্রহণ করছি। কারণ, আপনি এর যোগ্য দাবিদার ছিলেন।’