ডাস্টবিনে হাসিনার ছবি, নোংরা ফেললেন প্রেস সচিব

ফাইল চিত্র

বাংলাদেশের অমর একুশে বইমেলা চলছে। সেখানেই ডাস্টবিনের গায়ে আটকানো হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। আর সেই ডাস্টবিনেই নোংরা ফেলছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাজমাধ্যমের পাতা থেকে সেই ছবি পোস্টও করা হয়েছে। যদিও এই ডাস্টবিন প্রসঙ্গকে মানুষের ‘অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা’ বলে ব্যাখ্যা করছে আয়োজক সংস্থা।

এ বছরের অমর একুশে বইমেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টল বসেছে। তাদের তরফেই স্টলের পাশে বসানো হয়েছে ডাস্টবিনটি। ডাস্টবিনের গায়ে লাগানো রয়েছে হাসিনার একটি বিকৃত মুখের ছবি। অমর একুশে বইমেলা পরিদর্শনে ইউনূসের সঙ্গে গিয়েছিলেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলেও যান তাঁরা। সেখানে হাসিনার ছবি-সহ ডাস্টবিনটির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং তাতে নোংরাও ফেলেন। তার সঙ্গে ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকিও।

বইমেলা প্রাঙ্গণে হাসিনার ছবি-সহ ডাস্টবিনটির ছবি সমাজমাধ্যমে পোস্ট করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা লিখেছেন, বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। পরে আরও একটি পোস্ট করেন তাঁরা।