ঘানায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামা এবং পরিবেশ ও প্রযুক্তি মন্ত্রী ইব্রাহিম মুরতালা মহম্মদ সহ মোট ৮ জন নিহত হয়েছেন। বুধবার সকালে রাজধানী অ্যাক্রা থেকে ওবুয়াসি যাওয়ার পথে ঘানার সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। ওড়ার কিছুক্ষণ পরই হেলিকপ্টারটির সঙ্গে রেডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তা ঘন জঙ্গলে ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই হেলিকপ্টারে আগুন ধরে যায়।
সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারটিতে দুই মন্ত্রী ছাড়াও তিনজন সরকারি আধিকারিক এবং তিনজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রেসিডেন্ট জন মাহামার চিফ অফ স্টাফ জুলিয়াস দেবরাহ নিশ্চিত করেছেন, দুই মন্ত্রী সহ সকল যাত্রী নিহত হয়েছেন। রাষ্ট্রপতি জন মাহামা গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দেশব্যাপী জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে নিহতদের শেষকৃত্যের সমস্ত ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, জানুয়ারি মাসে জন মাহামা পুনরায় ক্ষমতায় আসার পর এডওয়ার্ড ওমানে বোয়ামাকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। কপ্টার দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে বলে জানিয়েছে ঘানার সরকার। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনাস্থলে ছড়িয়েছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের ছবি ভাইরাল হয়েছে।