রাজনৈতিক দল গঠন করতে চলেছে জেন-জি। প্রয়োজনে আগামী নির্বাচনে লড়তেও রাজি তাঁরা। তবে সেক্ষেত্রে আছে তাঁদের কিছু শর্ত। শনিবার রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছে নেপালের জেন-জি গ্রুপ। আগামী বছর ৫ মার্চ সে দেশে অনুষ্ঠিত হবে নির্বাচন। তার আগে জেন-জির এমন ঘোষণা স্বাভাবিক ভাবেই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
গত সেপ্টেম্বরে সরকার বিরোধী আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে ওঠে নেপাল। পরিস্থিতির চাপে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেপি শর্মা ওলি। এরপর নেপালে অন্তর্বর্তী সরকারের শাসন শুরু হয়। রাষ্ট্রপতির উপস্থিতিতে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তিনি আগামী নির্বাচনের দিন ঘোষণা করেন।
শনিবার জেন-জির অন্যতম নেতা মিরাজ দুনগানার নেতৃত্বে সাংবাদিক বৈঠক আয়োজিত হয়। সেখানেই রাজনৈতিক দল গঠনের বিষয়টি জানায় জেন-জি গোষ্ঠী। তাঁরা জানিয়েছেন, তাঁদের দাবি মেনে না-নিলে নির্বাচনে অংশ নেবেন না। প্রসঙ্গত, প্রথম থেকে সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থা এবং দেশের বাইরে বসবাসকারী নেপালি নাগরিকদের ভোটাধিকারের পক্ষে লড়াই করছেন জেন-জি গোষ্ঠী। রাজ দুনগানা জানিয়েছেন, ‘আমরা সুশাসন, স্বচ্ছতা এবং দুর্নীতি দমনের মতো বিষয়গুলির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। দেশের ছাত্র-যুবকদের বলিদান বৃথা যেতে দেব না’। আগামী দিনে জেন জি নির্বাচনী ময়দানে অংশ নেয় কিনা সেটাই এখন দেখার