নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকিকে বাছল ‘জেন জি’

প্রতিনিধিত্বমূলক চিত্র

নেপালের যুব আন্দোলনকারী গোষ্ঠী ‘জেন জি’ পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নিয়েছে। ভারচুয়াল বৈঠকে ৫,০০০ যুবক অংশগ্রহণ করেন এবং কারকিকে সমর্থন করে ২,৫০০-এরও বেশি স্বাক্ষর সংগৃহীত হয়েছে।

প্রাথমিক আলোচনায় কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহের নাম উঠলেও, ‘জেন জি’-র পক্ষ থেকে বারবার যোগাযোগের চেষ্টা সত্ত্বেও তিনি সাড়া দেননি। সেই কারণে তরুণ প্রজন্মের সমর্থন কারকির দিকে ঘোরানো হয়। জেন জি’র এক প্রতিনিধি সংবাদমাধ্যমকে বলেন, ‘তিনি আমাদের ফোন ধরেননি। তাই আলোচনা করে অন্য নামে চলে যাই। সর্বাধিক সমর্থন এসেছে সুশীলা কারকির পক্ষে।’

এদিন কারকির সঙ্গে সমর্থনের প্রস্তাব নিয়ে যান তরুণরা, যেখানে তিনি কমপক্ষে ১,০০০ লিখিত স্বাক্ষর চেয়েছিলেন। এছাড়া বৈঠকে আলোচনায় উঠে এসেছিল নেপাল বিদ্যুৎ পরিষদের প্রধান কুলমন ঘিসিং, যুব নেতা সাগর ধাকাল এবং ধারানের মেয়র হারকা সামপাং-এর নামও।


তবে, আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদে বসার আগে কারকিকে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে দেখা করতে হবে এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের অনুমোদন নিতে হবে। এরপরই প্রাক্তন প্রধান বিচারপতি কারকি কুরসিতে বসতে পারবেন।

এখন এই পদক্ষেপের পর নেপালে শান্তি ও স্থিতিশীলতা ফিরবে কি না তা সময়ই উত্তর দেবে।