গত বছর চলে গিয়েছে প্রধানমন্ত্রিত্ব। সম্প্রতি ঋষি সুনাক যোগ দিলেন গোল্ডম্যান স্যাকস নামের এক বিনিয়োগ সংস্থায়। গোল্ডম্যান স্যাকস নিউ ইয়র্কের নামী সংস্থা হিসেবে পরিচিত। ২৫ বছর আগে ওই সংস্থায় কাজের মধ্যে দিয়েই কর্মজীবনে প্রবেশ করেছিলেন সুনাক। ২০০৪ সাল পর্যন্ত তিনি গোল্ডম্যান স্যাকসেই চাকরি করতেন। প্রথম জীবনের চাকরিতে আবার ফিরলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে এবার প্রবীণ উপদেশকের পদে।
২০২২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। চাকরি করবেন ঠিকই তবে বেতনের টাকা তিনি নেবেন না। জানা গিয়েছেন, দ্য রিচমন্ড প্রোজেক্ট নামের এক প্রকল্পে তিনি বেতনের সব টাকা দান করবেন। সুনাক ও তাঁর স্ত্রী এই সংস্থা তৈরি করেছিলেন। সুনাক চারকিতে যোগ দিতে চলেছেন শুনে মন্তব্য করেছেন গোল্ডম্যান স্যাকসের চিফ এগজিকিউটিভ ডেভিড সোলোমন। তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের মক্কেলদের গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দেবেন ঋষি সুনাক। ম্যাক্রো ইকনমি ও ভূরাজনীতিতে তাঁর অভিজ্ঞতা আমাদের সংস্থার সম্পদ হতে চলেছে।’
২০১৫ সালে চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে প্রবেশ সুনাকের। ২০২২ সালে থেক ইংল্যান্ডের প্রধানমন্ত্রীত্বের পদ সামলাতে শুরু করেন। গত বছর পর্যন্ত সেই দায়িত্বেই ছিলেন। সাধারণ নির্বাচনে তাঁর দল পরাজিত হয়। কিছুদিনের মধ্যেই সুনাক ফিরে গেলেন পুরনো কর্মক্ষেত্রে।