ভারতের সঙ্গে কোনওভাবেই এঁটে উঠতে পারবে না পাকিস্তান, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন সিআইএ আধিকারিকের

ভারতকে সম্মুখ সমরে হারানো তো দূর, ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামলে আখেরে পাকিস্তানেরই ক্ষতি বেশি হবে। এমন মন্তব্য করলেন দীর্ঘ ১৫ বছর সিআইএ-এর দায়িত্বে থাকা আধিকারিক জন কিরিয়াকু। তিনি আরও বলেছেন,  যদি ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধ শুরু হয় তাহলে তার ফল ভালো হবে না।  কারণ,  পাকিস্তান পরাজিত হবে। তারা হারবে। আমি পরমাণু যুদ্ধের কথা বলছি না। প্রাতিষ্ঠানিক যুদ্ধের কথাই বলছি।”

ইসলামাবাদকে দুষে আধিকারিকের বিস্ফোরক মন্তব্য, “ভারতকে যুদ্ধের উসকানি দিলে নিজেদের ক্ষতি ছাড়া কিছুই করবে না পাকিস্তান।” ২০০১ সালে ভারতের সংসদে হামলার পরই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ অবধারিত হয়ে উঠেছিল বলেও এক দাবি করেছেন সিআইএ কর্তা। পাশাপাশি সন্ত্রাসবাদ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক যে ভালো যাচ্ছে না সে কথাও স্বীকার করেছেন কিরিয়াকু। যদিও একসময় পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে কোটি কোটি ডলারে আমেরিকা কিনে নিয়েছিল বলেও বিস্ফোরক দাবিও করেছেন জন কিরিয়াকু ।

২০০১ সালে দিল্লিতে সংসদভবনে হামলার ঘটনাকে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সে কথাও নিজের বক্তব্যে তুলে ধরেছেন মার্কিন গোয়েন্দাকর্তা। তবে সেই সময় আল-কায়দা, আফগানিস্তান নিয়েই বেশি ব্যস্ত ছিল আমেরিকা। ফলে ভারত-পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছিল, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চায়নি বলেও দাবি মার্কিন গোয়েন্দাকর্তার।  প্রসঙ্গত, সিআইএ-র গুপ্ত তথ্য ফাঁস করার অভিযোগে ২০১২ সালে কিরিয়াকুকে গ্রেপ্তার করেছিল মার্কিন সরকার। বিচারে ৩০ মাসের জেল হয় তাঁর। কিন্তু তার পরেও তিনি থেমে থাকেননি।