রাষ্ট্রসঙ্ঘের তদন্ত কমিটির দায়িত্বে ওড়িশা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি

ভারতের জন্য এক গৌরবময় ঘটনা। রাষ্ট্রসঙ্ঘ দীর্ঘদিন ধরেই ইজরায়েল-গাজা সংঘর্ষে মানবাধিকার লঙ্ঘন করার দাবি তুলে আসছে। এবার তদন্তের জন্য মানবাধিকার পর্যবেক্ষক কমিটি গঠন করল রাষ্ট্রসঙ্ঘ। তিনজনের একটি দলকে কমিটির সদস্য হিসেবে বেছে নিল রাষ্ট্রসঙ্ঘ। তিন সদস্যের মধ্যে রয়েছেন একজন ভারতীয়। ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এস মুরলীধর এই তিন সদস্যের মধ্যে অন্যতম। একাধিক সাহসী রায়ের জন্য বিচারপতি হিসেবে তিনি যথেষ্ট জনপ্রিয়। তাঁর নেতৃত্বেই রাষ্ট্রসঙ্ঘের তৈরি কমিটি ইজরায়েল ও ‘অধিকৃত প্যালেস্তিনীয় অঞ্চল’-এ মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত করবে।

রাষ্ট্রসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের মানবাধিকার পর্যবেক্ষকদের কমিটির শীর্ষস্থানে একজন ভারতীয় বিচারপতির স্থান পাওয়া ভারতের জন্য যথেষ্ট সম্মানের। ইজরায়েল-প্যালেস্তাইনের দ্বন্দ্ব নিয়ে সারা বিশ্ব উদ্বিগ্ন। এবার সেখানকার প্রকৃত পরিস্থিতি খুঁজে বের করে তদন্ত রিপোর্ট তৈরি করবেন বিচারপতি মুরলীধর। আর বিশ্বের তাবড় ব্যক্তিরা সেই রিপোর্ট পড়বেন।

২০২৩ সালে অবসরগ্রহণ করেন বিচারপতি মুরলীধর। বর্তমানে তাঁর বয়স ৬৪ বছর। এর আগে রাষ্ট্রসঙ্ঘের ওই কমিটির শীর্ষে ছিলেন ব্রাজিলের আইন বিশেষজ্ঞ পাওলো সার্জিও পিনহেইরো। ২০২১ সালে রাষ্ট্রসঙ্ঘ এই কমিশন তৈরি করেছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গিগোষ্ঠী হামাস। পণবন্দি করা হয় বহু মানুষকে। গত দু’বছর ধরে চলে এই সংঘর্ষ। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আপাতত দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতি চলছে।