মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিদেশ সচিব

আমেরিকার ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান (Photo:SNS)

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে আমেরিকার ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে বৈঠকে বসেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। করোনা ভ্যাকসিন উৎপাদন ও বিতরণে কোয়াড গোষ্ঠীর উদ্যোগে জোর দেওয়া হয় বলে খবর।

এছাড়া আফগানিস্তান সহ নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক মজবুত করা নিয়েও আলোচনা হয় দু’পক্ষের মধ্যে। বুধবার রাজধানী দিল্লিতে শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ করেন শেরম্যান। বৈঠকে করোনা ভ্যাকসিন ও আফগানিস্তান নিয়ে একাধিক বিষয়ে আলোচনা হয় দু’জনের মধ্যে।

তালিবানের উত্থানের মধ্যে মঙ্গলবার অর্থাৎ গতকাল দিল্লি এসে পৌঁছন শেরম্যান। তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তিন দিনের সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালে সঙ্গেও বৈঠক করবেন তিনি।