খাইবার পাখতুনখোয়ায় টিটিপি হামলায় নিহত পাঁচ পাকিস্তানি সেনা

খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি হামলায় প্রাণ হারালেন পাকিস্তানি আধাসেনার পাঁচ সদস্য। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করেছে। পুলিশের সূত্রে জানা গিয়েছে, ডেরা ইসমাইল খান জেলার কোট লালু এলাকার কাছে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই সেনারা। তাঁদের লক্ষ্য করেই এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচ জওয়ান, আহত হন আরও কয়েকজন। পাল্টা গুলিতে আট জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাক প্রশাসনের দাবি, ওই গ্যাস পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়িত হলে খাইবার পাখতুনখোয়ার মানুষের জন্য কর্মসংস্থান এবং উন্নয়নের সুযোগ তৈরি হবে। সেই কারণেই জঙ্গিরা এই প্রকল্পটি বন্ধ করতে চাইছে। আহত সেনাদের ডেরা ইসমাইল খানের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত এক সপ্তাহ ধরেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চলছে। সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর বুধবার দুই দেশ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু শুক্রবার সেই মেয়াদ শেষ হতেই ফের সংঘর্ষ শুরু হয়। পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। তার পরই দুই দেশের মধ্যে শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। এ অবস্থায়, আফগান তালিবানের ঘনিষ্ঠ সংগঠন হিসেবে পরিচিত টিটিপির হামলায় পাঁচ সেনার মৃত্যু নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ইসলামাবাদে।