যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে বিমানে আগুন

মাঝ-আকাশে তৈরি হল রুদ্ধশ্বাস পরিস্থিতি। যাত্রীর লাগেজে থাকা একটি পাওয়ার ব্যাঙ্ক থেকে আচমকা আগুন লেগে গেল যাত্রিবাহী বিমানের ভিতরে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ‘ভার্জিন অস্ট্রেলিয়া’ সংস্থার ‘ভিএ১৫২৮’ উড়ানে, যা সোমবার সিডনি থেকে হোবার্টের উদ্দেশে রওনা দিয়েছিল।

বিমানের অবতরণের কিছুক্ষণ আগে আচমকা ওভারহেড লকার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপরই দেখা যায় আগুনের শিখা। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের যাত্রীদের মধ্যে। দ্রুত তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন কেবিন ক্রুরা। আগুনের উৎসস্থল ছিল এক যাত্রীর ব্যাগে রাখা পাওয়ার ব্যাঙ্ক। দ্রুত সেই ব্যাগটি সরিয়ে নিরাপদে রাখা হয়।

ভার্জিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকেই সর্বাগ্রে গুরুত্ব দিই। দ্রুত পদক্ষেপ করার জন্য আমাদের কেবিন ক্রুদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে ধন্যবাদ জরুরি পরিষেবা দলকেও, যারা বিমান অবতরণের সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে বের করে আনেন।’


হোবার্ট বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। শুধু একজন যাত্রী ধোঁয়ার কারণে সামান্য শ্বাসকষ্টে ভোগেন। পরে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

বিমানে কীভাবে আগুন লাগল, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো এবং সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি। প্রাথমিকভাবে অনুমান, যাত্রীর ব্যাগে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ক থেকেই আগুন ছড়িয়েছে।