ভারতের ৩ পড়শি দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড

ভারতের তিন প্রতিবেশী দেশ— পাকিস্তান, আফগানিস্তান এবং মায়ানমার থেকে নিজেদের দূতাবাস তুলে নেবে বলে ঘোষণা করেছে ফিনল্যান্ড সরকার। শনিবার জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের মধ্যেই এই তিন দেশে ফিনল্যান্ডের দূতাবাস তুলে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার ব্যাখ্যাও বিজ্ঞপ্তিতে দিয়েছে ফিনল্যান্ড সরকার।

ইউরোপের উত্তর-পশ্চিমে অবস্থিত ফিনল্যান্ডের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই সৌহার্দ্যপূর্ণ। তবে শনিবার সেই দেশের বিদেশ মন্ত্রক জানায়, তারা আর আফগানিস্তান, পাকিস্তান এবং মায়ানমারে কোনও দূতাবাস চালু রাখতে ইচ্ছুক নয়। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিনল্যান্ডের বিদেশ মন্ত্রক ইসলামাবাদ, কাবুল এবং ইয়াংগনের দূতাবাস ২০২৬ সালের মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত কার্যকারিতা এবং কৌশলগত কারণে এই পদক্ষেপ করা হচ্ছে। ওই দেশগুলির রাজনৈতিক পরিস্থিতি, ফিনল্যান্ডের সঙ্গে তাদের সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক যোগাযোগ পদক্ষেপের কারণ।’

ফিনল্যান্ড বর্তমানে তাদের বৈদেশিক কূটনৈতিক উপস্থিতিকে নতুন করে সাজানোর উদ্যোগ নিচ্ছে। এই পুনর্গঠনের অংশ হিসেবে তারা যুক্তরাষ্ট্রে নিজেদের কার্যক্রম আরও সক্রিয় করতে হিউস্টনে একটি কনসুলেট জেনারেল খোলার পরিকল্পনা করেছে। এরপর বিভিন্ন দেশে বাণিজ্য-কেন্দ্রিক দপ্তর প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হবে। ফিনল্যান্ড জানিয়েছে, পাকিস্তান-সহ তিনটি দেশে দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত এই বৃহত্তর কূটনৈতিক পরিকল্পনার অংশ। তাদের কথায়, ‘আমাদের লক্ষ্য, ফিনল্যান্ডের জন্য যে সমস্ত দেশ কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ, সেখানে সম্পদ কেন্দ্রীভূত করা। বিদেশে কিছু অভিযান দীর্ঘমেয়াদি করতে কিছু অভিযান বন্ধ করে দিতে হয়।’


পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক অস্থির রাজনৈতিক পরিস্থিতি বরাবরই উদ্বেগ তৈরি করেছে। কিছু দিন আগেই দুই দেশ সীমান্তে সংঘর্ষে জড়ায়—পাকিস্তান আফগান ভূখণ্ডে বোমা হামলা চালায়, আর কাবুলের তরফেও পাকিস্তান-সীমান্তে পাল্টা আঘাত হানা হয়। আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপে আপাতত যুদ্ধবিরতি হলেও দুই দেশের সম্পর্ক এখনও তলানিতে। পাকিস্তানের ভেতরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দি অবস্থা নিয়েও বিতর্ক অব্যাহত। অন্য দিকে, মায়ানমারে ২০২১ সাল থেকে সামরিক শাসন ও গৃহযুদ্ধ চলছে, যা দেশটিকে দীর্ঘস্থায়ী অস্থিরতার মধ্যে ফেলেছে। এমন এক পরিবেশে নিরাপত্তা-ঝুঁকি, বাণিজ্যিক লেনদেনের সীমিত পরিসর এবং কার্যকর কূটনীতি পরিচালনার স্বার্থে ভারতের তিন প্রতিবেশী দেশে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড। এই পদক্ষেপ সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।