পাক সেনাপ্রধান আসিম মুনির এতদিন ছিলেন পাকিস্তানের স্থলসেনার প্রধান। এবার তাঁকে দেওয়া হল পাক সশস্ত্রবাহিনীর প্রধানের আসন। বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার ‘চিফ অফ আর্মি স্টাফ’ অর্থাৎ স্থলসেনা প্রধানের পদ থেকে ফিল্ড মার্শাল মুনিরকে ‘চিফ অফ ডিফেন্স ফোর্সেস’ অর্থাৎ সশস্ত্র সেনাবাহিনীর প্রধান পদে উন্নীত করতে পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাকিস্তানের সংবিধানের ২৪৩ নম্বর ধারা সংশোধনের বিল পাশ করিয়েছেন।
পাক সংবিধানে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর তিনটি শাখা অর্থাৎ স্থল, নৌ ও বায়ুসেনার প্রধানের উপরে আর কোনও পদের অস্তিত্ব এতদিন ছিল না। আসিম মুনিরের জন্য বিশেষ করে এই পদটি তৈরি করা হল সংবিধান সংশোধন করে। ওই সংশোধনী বিলে শাহবাজ সরকার আসলে মুনিরকে সমস্ত দিক থেকে আইনি সুরক্ষা প্রদান করার ব্যবস্থা করেছে। পাক সেনা সর্বাধিনায়কের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা যাবে না। এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান সরকার যেমন মুনিরের ক্ষমতাবৃদ্ধি করল, সেরকমই পাক সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করার জন্যও একটি সংবিধান সংশোধনী বিল পাশ করেছে পাক সংসদ। সংবিধানের নীতি অনুযায়ী, দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতায় এই বিল পাশ করানো হয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলিতে। এই বিলের মাধ্যমে সংবিধান সংক্রান্ত যাবতীয় মামলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাত থেকে সরিয়ে নিয়ে নতুন সাংবিধানিক আদালতে পাঠানো হবে বলে জানানো হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই দুটি বিল পাশ হওয়ার পর পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থা হবে আরও দুর্বল এবং বৃদ্ধি পাবে পাক-সেনাবাহিনীর ক্ষমতা।