সন্তানকে খুনের অভিযোগ, মোস্ট ওয়ান্টেড সিন্ডিকে ধরল এফবিআই

৬ বছরের ছেলেকে খুন করে ভারতে আত্মগোপন করেছিলেন মার্কিন নাগরিক সিন্ডি রদ্রিগেজ সিং। দীর্ঘ দু’বছর পর বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করল মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই। ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় প্রথম দশে থাকা এই অভিযুক্তকে ফেরত পাঠানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শীঘ্রই তাঁকে টেক্সাসে এনে বিচারপ্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে এফবিআই।

২০২৩ সালের ২০ মার্চ টেক্সাসে নিজের ৬ বছরের সন্তান নোয়েল রদ্রিগেজ আলভারেজকে খুন করার অভিযোগ ওঠে সিন্ডির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ নোয়েলকে ২০২২ সালের অক্টোবর থেকে আর দেখা যায়নি। পরবর্তী সময়ে সিন্ডি দাবি করেন, তাঁর সন্তান মেক্সিকোতে পিতার সঙ্গে রয়েছে। যদিও তদন্তে সেই দাবি ধোপে টেকেনি।

এর কিছুদিন পর, ২০২৩ সালের ২২ মার্চ, স্বামী ও আরও ৬ জন সন্তানকে সঙ্গে নিয়ে একটি আন্তর্জাতিক বিমানে করে ভারতে পালিয়ে যান সিন্ডি। এরপর থেকে তাঁর কোনও খোঁজ মেলেনি। অভিযুক্তের বিরুদ্ধে টেক্সাস রাজ্য থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে মার্কিন ফেডারেল আদালতও তাঁর বিরুদ্ধে ফেডারেল ওয়ারেন্ট জারি করে। অবশেষে ২০২৪ সালের অক্টোবরে ইন্টারপোল ‘রেড কর্নার নোটিস’ জারি করে।


দু’বছর ধরে আন্তর্জাতিক স্তরে তল্লাশির পর অবশেষে ভারতে তাঁকে খুঁজে বের করে গ্রেপ্তার করে এফবিআই। এই গ্রেপ্তারির বিষয়টি নিশ্চিত করেছেন এফবিআই ডিরেক্টর কাশ পটেল। তিনি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ লিখেছেন, ‘আমাদের তদন্তে সহায়তা করার জন্য টেক্সাস পুলিশ, মার্কিন বিচার বিভাগ, ভারত সরকার এবং ইন্টারপোলকে ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদ জানাই এফবিআই ডালাস ও নিউ ইয়র্ক অফিসকে।’

সিন্ডির বিরুদ্ধে এখন হত্যা, শিশু নির্যাতন এবং বিচার থেকে পালানোর মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। তাঁকে দ্রুত মার্কিন মুলুকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানা গিয়েছে। এফবিআই-এর এই অভিযান আন্তর্জাতিক অপরাধ দমন ও সহযোগিতার দৃষ্টান্ত হিসেবেই ধরা হচ্ছে। একই সঙ্গে ভারতের সঙ্গে গোয়েন্দা তথ্য আদানপ্রদানের সাফল্যও সামনে এসেছে এই ঘটনায়।