আমেরিকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। আমেরিকার কেটাকিতে টেক অফের পরেই রাস্তায় আছড়ে পড়ে একটি কার্গো বিমান। তারপরই বিমান আগুন ধরে যায়। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জন এবং আহত হয়েছেন ১১ জন। ঘটনায় আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ইউনাইটেড পার্সেল সার্ভিসের কার্গো বিমানটি লুইভিলের বিমানবন্দর থেকে হনলুলু যাচ্ছিল। টেক অফের পরেই বিমানটির বাঁদিকে ডানায় ধোঁয়া দেখা যায়। তারপরেই রাস্তায় আছড়ে পড়ে বিমানটি। এরপর ভয়ঙ্কর বিস্ফোরণ হয়ে বিমানে আগুন ধরে যায়।
দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যার সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। ভিডিওতে যাচ্ছে, টেক অফের পরই বিমানটি নীচের দিকে নেমে যায়। তারপর মাটিতে আছড়ে পড়ে। এরপরই বিমানে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড যৌথভাবে দুর্ঘটনার তদন্ত করছে।
কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, ‘ভয়াবহ একটি বিমান দুর্ঘটনা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভেঙে পড়ার আগে বিমানটি দু’টি বাড়িতে ধাক্কা মারে। ঘটনার পরই যায় উদ্ধারকারী দল।‘