নেপালে বিমানের জরুরি অবতরণ, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা

ছবি: এএনআই

উড়ান চলাকালীন প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়তেই নেপালে একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করল। শনিবার এই ঘটনাটি ঘটেছে ভৈরহাওয়া বিমানবন্দরে। ঘটনার শুরুতেই দ্রুতগতিতে সিদ্ধান্ত নিয়ে পাইলট বিমানটিকে নিরাপদে নামিয়ে আনায় রক্ষা পেলেন সকল যাত্রী। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানে থাকা সবাই সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ রয়েছেন।

দপ্তর সূত্রে জানা গিয়েছে, মাঝআকাশে কোনও যান্ত্রিক সমস্যার ইঙ্গিত পাওয়ার পরই পাইলট জরুরি প্রটোকল চালু করেন। নিয়ন্ত্রণকক্ষে বার্তা পাঠানোর পর ভৈরহাওয়া বিমানবন্দরকে প্রস্তুত থাকতে বলা হয়। রানওয়ে খালি করে দেওয়া হয় এবং দমকল, চিকিৎসা ও নিরাপত্তা কর্মীদের সেখানে মোতায়েন করা হয়।

বিমানটি মাটিতে নামতেই দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত চারপাশ ঘিরে ফেলেন। যাত্রীদের নিরাপদে নামানো হয় এবং সবার শারীরিক অবস্থার পরীক্ষা করা হয়। দপ্তরের দাবি, যাত্রীদের কেউই আহত হননি।


এদিকে কী কারণে বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা দিল, তা খতিয়ে দেখতে তদন্ত দল গঠন করা হয়েছে। বিমানটি আপাতত পরীক্ষা-নিরীক্ষার জন্য হ্যাঙ্গারে রাখা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলটের তৎপরতা এবং দ্রুত সিদ্ধান্তই বড়সড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করেছে। যাত্রীরা এই ঘটনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।