ইউনূসের সবুজ সঙ্কেত পেয়েই নির্বাচনের প্রস্তুতি শুরু বাংলাদেশে

প্রতিনিধিত্বমূলক চিত্র

বাংলাদেশের সাধারণ নির্বাচনে অবশেষে মিলল সবুজ সঙ্কেত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহম্মদ ইউনূসের নির্দেশ মিলতেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে নির্বাচনের প্রস্তুতি। আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে চলেছে এই নির্বাচন। বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন কমিশনার আবুল ফজল মহম্মদ সানাউল্লা তাঁর দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। সেই বৈঠকে তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসেই ভোটের নির্ঘন্ট ঘোষিত হতে পারে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ইউনূস ভোটের ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছিলেন। এদিন তিনি জাতির উদ্দেশে ভাষণে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামনের বছর রমজান মাস শুরুর আগেই অর্থাৎ ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হবে। তাঁর এই বক্তব্যের পরের দিন অর্থাৎ বুধবার নির্বাচনের প্রস্তুতি শেষ করার জন্য কমিশনকে চিঠি দিয়েছিল ইউনূসের দপ্তর। ইউনূসের দপ্তরের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিঁয়া অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চিঠি লিখে উল্লিখিত সময়ের মধ্যে অর্থাৎ রমজান মাসের আগেই প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। সেই সঙ্গে নির্বাচনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কমিশনকে সবরকম সহযোগিতা করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইউনূসের দপ্তরের এই চিঠির পরই নির্বাচন কমিশনার আবুল ফজল মহম্মদ সানাউল্লা তাঁর দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানিয়ে দেন, ফেব্রুয়ারি মাসে ভোট করাতে হলে নির্বাচনী বিধি মেনে দু’মাস আগে দিন ঘোষণা করতে হবে। সেই অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে নির্বাচনের নির্ঘন্ট ঘোষিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।


এদিন সাংবাদিক বৈঠকে আবুল ফজল জানিয়ে দেন, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ভোটার হিসাবে নাম নথিভুক্ত করবেন, তাঁরা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। সেই সঙ্গে প্রবাসী ভোটাররা এই নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারবেন সেই উপায়ও বাতলে দেন তিনি। আবুল ফজল বলেন, ‘প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করবে নির্বাচন কমিশন।’ সেজন্য দলীয় ও নির্দল প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীক-সহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।