প্রেসিডেন্ট ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

লন্ডন সফর শেষে ফেরার পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ব্রিটেনের লুটন বিমানবন্দরে জরুরি অবতরণ করল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার। ট্রাম্পের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টারে হাইড্রলিক সমস্যার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়। অবতরণটি ছিল সম্পূর্ণ সতর্কতামূলক।

বৃহস্পতিবার ব্রিটেন ফেরার পথে ট্রাম্পের ব্যক্তিগত হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’ মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। সেই সময় পাইলট দ্রুত লুটন বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। রানওয়ের ধারে প্রস্তুত ছিলেন জরুরি পরিষেবা কর্মীরা, যা পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করে। পরে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে নিরাপদে ‘মেরিন টু’ হেলিকপ্টারে তুলে দেওয়া হয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, হেলিকপ্টারে ‘সামান্য হাইড্রলিক সমস্যা’ দেখা গিয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় কোনও বিপদ হয়নি এবং কোনও ঝুঁকি না নিয়ে দ্রুত অবতরণ করা হয়। পরবর্তীতে ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টার স্ট্যানসেড বিমানবন্দরে অবতরণ করে।


ট্রাম্পের ব্রিটেন সফরেও কিছু বিপত্তি দেখা দেয়। লন্ডন যাওয়ার পথে, ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান বিমানটি একদম কাছাকাছি চলে আসে একটি স্পিরিট এয়ারলাইন্সের বিমানের। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রাম্পের বিমান।

উল্লেখ্য, ট্রাম্প ব্রিটেনে সফরকালে প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেন। আলোচনা হয়েছে ইউক্রেন, গাজা এবং শুল্ক সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া, তিনি ব্রিটেনে ১৫০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণাও দিয়েছেন। ব্রিটেনে রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্প।

প্রসঙ্গত, ট্রাম্পের হেলিকপ্টারের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এতে রয়েছে উন্নত র‌্যাডার, প্রতিরক্ষা ব্যবস্থা এবং র‌্যাডার জ্যামিং প্রযুক্তি।