আমেরিকায় হঠাৎ শুল্কহ্রাস, নাগরিকদের ক্ষোভ মেটাতে পিছু হটলেন ট্রাম্প

প্রতিনিধিত্বমূলক চিত্র

শুল্কনীতিতে কিছুটা পিছু হটতে বাধ্য হলেন ট্রাম্প। আমেরিকায় ২০০টিরও বেশি খাদ্যপণ্যে শুক্রবার শুল্ক কমানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অনুমান করা হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূলবৃদ্ধির কারণে সম্প্রতি মার্কিন নাগরিকদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তার মোকাবিলা করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার। এর প্রভাবে মার্কিন বাজারে দাম কমছে গোমাংস, কলা, কফি, কমলালেবুর রস-সহ আরও একাধিক পণ্যের।

রয়টার্স সূত্রে খবর, অনুযায়ী বৃহস্পতিবার থেকে ট্রাম্পের শুল্কছাড় কার্যকর হয়েও গিয়েছে। এর আগে আমেরিকাবাসীরা অভিযোগ করেছিলেন, ট্রাম্পের শুল্কবৃদ্ধির করণেই খাদ্যপণ্যের দাম ব্যাপক বেড়েছে। যদিও ট্রাম্প প্রথম থেকে সেই দাবি উড়িয়ে দিয়ে এবং শুল্কের পক্ষে কথা বলেছেন। শুক্রবার শুল্কহ্রাসের সিদ্ধান্ত প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘কোনও কোনও ক্ষেত্রে এই কারণে মুদ্রাস্ফীতি হতেও পারে।’ তবে এই মুহূর্তে আমেরিকায় কোনও মুদ্রাস্ফীতি নেই বলেই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।

দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকেই শুল্কনীতি নিয়ে চালিয়ে খেলেছেন ট্রাম্প। একাধিক দেশের ক্ষেত্রে তিনি কার্যত শুল্কযুদ্ধ ঘোষণা করেছেন। ভারতের উপর চাপিয়েছেন ৫০ শতাংশ হারে চড়া শুল্ক। এর জেরে অনেক দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য ধাক্কা খেয়েছে। স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়েছে মার্কিন বাজারেও। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপক বেড়ে গিয়েছিল। নাগরিকদের ক্ষোভও বাড়ছিল। তবে এই শুল্কহ্রাসের ফলে আমেরিকার অভ্যন্তরে শুল্ক কিছুটা কমল।