চলন্ত ট্রেনের উপর ভারী ক্রেন ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। ক্রেন ভেঙে পড়ায় লাইনচ্যুত হয় উল্টে যায় ওই যাত্রিবাহী ট্রেনটি। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান স্থানীয় পুলিশ-প্রশাসনের।
বুধবার সকালে ব্যাঙ্কক থেকে একটি যাত্রিবাহী ট্রেন উত্তর-পূর্ব প্রদেশের দিকে যাচ্ছিল। ব্যাঙ্কক থেকে ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় দুর্ঘটনাটি ঘটে। থাইল্যান্ডের স্থানীয় পুলিশ জানিয়েছে যে, একটি এলিভেটেড রেল প্রকল্পের কাজ চলছিল রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায়।
সেখানেই ক্রেনটি কাজ করছিল।পুলিশ জানিয়েছে, আচমকাই চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ে ক্রেনটি। ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয়ে উল্টে যায় ট্রেনটি। সঙ্গে সঙ্গে আগুনও ধরে যায় বলে খবর। স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে একটি সংবাদ সংস্থা জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর জখম ৮০ জনের বেশি।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩২ জন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতলে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কী ভাবে ক্রেনটি ট্রেনের উপর ভেঙে পড়ল, তার কারণ এখনও জানা যায়নি। থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী ফিফাত রাচাকিটপ্রাকান জানিয়েছে, ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে যায় অ্যাম্বুল্যান্স এবং চিকিৎসকদের দল। আহত এবং মৃতদের শনাক্ত করার কাজ চলছে। ওই ট্রেনের যাত্রী তালিকা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৪৮ হাজার কোটি ডলারের উচ্চগতির রেলপ্রকল্পের কাজ চলছে তাইল্যান্ডের উত্তর-পূর্ব প্রদেশে। সেই প্রকল্পের কাজে ক্রেনটি ব্যবহার করা হচ্ছিল।