ভারতে কূটনৈতিক বৈঠক সারার পর এবার পাকিস্তান সফরে যাচ্ছেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সোমবার দু’দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন তিনি। এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ উচ্চপর্যায়ের বৈঠক করার কথা রয়েছে তাঁর। কূটনৈতিক মহল সূত্রে খবর, সীমান্ত বাণিজ্য পুনরুজ্জীবন ও দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হবে।
তবে ভারত সফরের পরপরই ইসলামাবাদ সফরের ঘোষণা ঘিরে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক আলোচনার আবহ। পাকিস্তানি দৈনিক ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, আগামী ২১ অগস্ট দু’দিনের সফরে ইসলামাবাদ পৌঁছবেন ওয়াং ই। সেখানে পাকিস্তানের অসামরিক নেতৃত্বের পাশাপাশি সেনা কর্তাদের সঙ্গেও বৈঠক হতে পারে তাঁর। পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ওয়াং ই-র বৈঠক ঘিরে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে।
পাকিস্তানের সরকারি সূত্র বলছে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা ছাড়াও আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা এ সফরের আলোচনার প্রধান বিষয়। অন্যদিকে, পাকিস্তানকে ঘিরে আমেরিকার সক্রিয়তা নতুন কূটনৈতিক প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে। ওয়াশিংটন ইসলামাবাদের তেল ও বিরল খনিজ ভান্ডারে আগ্রহী। এই পরিস্থিতিতে বেজিংয়ের দ্রুত পাকিস্তানমুখী উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
উল্লেখ্য, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি সীমান্ত বাণিজ্য পুনরুজ্জীবনের পক্ষে ইতিবাচক বার্তা দিয়েছেন। আবার নয়াদিল্লিও জানিয়েছে, লিপুলেখ, শিপকি লা ও নাথু লা দিয়ে ফের সীমান্ত বাণিজ্যের কথা ভাবা হচ্ছে। সেই আবহেই ভারতে এসে বৈঠক করছেন ওয়াং ই। তবে তাঁর পাকিস্তান সফরকে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে।