অপারেশন সিঁদুরে চিন পরীক্ষা করল নিজেদের অস্ত্রভান্ডার, মার্কিন রিপোর্টে প্রকাশিত তথ্য

মার্কিন-চিন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের একটি রিপোর্টের দৌলতে আবার উঠে এল অপারেশন সিঁদুরের কথা। ঐ রিপোর্টে দাবি করা হয়েছে যে, গত মে মাসে অপারেশন সিঁদুর চলাকালীন চিন নিজেদের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার পরীক্ষা করে দেখছিল। জে-১০ ফাইটার বিমান, পিএল-১৫ ক্ষেপণাস্ত্র, এইচকিউ-৯ এয়ার ডিফেন্স সিস্টেম ইত্যাদি অত্যাধুনিক সামরিক অস্ত্রপরীক্ষা করতে চিন সুযোগ নিয়েছিল ভারত-পাক যুদ্ধ-আবহের।

রিপোর্টে বলা হয়েছে যে, জে-১০ ফাইটার বিমান, পিএল-১৫ ক্ষেপণাস্ত্র, এইচকিউ-৯ এয়ার  ডিফেন্স সিস্টেমের মত যুদ্ধ সরঞ্জামগুলিকে অপারেশন সিঁদুরের সময় প্রত্যক্ষভাবে পরীক্ষা করে দেখা হয়েছে। অর্থাৎ ভারত-পাক যুদ্ধে চিন এই যুদ্ধ সরঞ্জামগুলি ব্যবহার করে সেগুলির ক্ষেত্রপরীক্ষা করেছে রিপোর্টটি আরও দাবি করেছে, এরপর জুন মাসে চিন পাকিস্তানকে ৪০টি জে-৩৫ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, কেজে-৫০০ বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করার প্রস্তাব দেয়।

এই রিপোর্টে আরও বলা হয়েছে, ভারত-পাক সংঘর্ষের ঠিক পরেই ফরাসি রাফাল ফাইটার জেটের ব্যাপারে ভুল তথ্যপ্রকাশ করে চিন। রাফাল জেটের বিক্রিতে বাধা দেওয়ার জন্যই চিন রাফাল জেটের ব্যাপারে ভুল তথ্য প্রকাশ করে যাতে চিনের জে-৩৫ এর বিক্রি বাড়ানো যায়। এছাড়াও চিন অনেকগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়ো ছবি এবং ভিডিও পোস্ট করেছিল যাতে দেখানো হয়েছিল যে চিনের অস্ত্র ব্যবহার করে ভারতের কোন কোন যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। বিশ্ববাজারে নিজেদের সামরিক সরঞ্জামের বিক্রয় বৃদ্ধি করার জন্যই চিন এই পদক্ষেপ নিয়েছিল বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল।