চিনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলল ব্রিটেন। চরবৃত্তি মামলার প্রেক্ষিতেই চিনের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ব্রিটিশ সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাথিউ কলিন্স। তাঁর অভিযোগ, ‘দুই ব্যক্তি চিনকে এমন তথ্য পাচার করেছেন, যাতে তারা ব্যাপকভাবে উপকৃত হয়েছে। কলিন্সের কথায়, ‘চিনের গুপ্তচর সংস্থাগুলি অত্যন্ত দক্ষ। তারা অত্যন্ত সুচতুরভাবে ব্রিটেনের মাটিতে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে।’
চরবৃত্তির একটি মামলায় দুই ব্রিটিশ নাগরিক, গবেষক ক্রিস্টোফার ক্যাশ এবং শিক্ষাবিদ ক্রিস্টোফার বেরির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস অবশ্য সম্প্রতি সেই অভিযোগ তুলে নেয়। একই সঙ্গে ‘শত্রু’ তকমাও প্রত্যাহার করা হয় অভিযুক্তদের উপর থেকে। তখন অনেকে ভেবেছিলেন, হয়তো ক্রিস্টোফার ক্যাশ ও ক্রিস্টোফার বেরির বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয়।
সেই সময় কলিন্স জানিয়েছিলেন, চিনের হয়ে গুপ্রচরবৃত্তির প্রমাণ না মেলার কারণেই দুই ব্রিটিশ নাগরিকের উপর থেকে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। তবে সেই বক্তব্যের পর কয়েক সপ্তাহ যেতে না যেতেই কলিন্সের গলায় নতুন করে চিনা গুপ্তচরদের তৎপরতার কথা শোনা গেল।
ব্রিটিশ সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাথিউ কলিন্স বলেন, ‘ব্রিটেন চিনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যেখানে পারি সহযোগিতা করব, যেখানে প্রয়োজন প্রতিযোগিতা করব, আর যেখানে বাধ্য হব সেখানে চ্যালেঞ্জ জানাব, বিশেষত জাতীয় নিরাপত্তার বিষয়ে।’