আত্মঘাতী বোমা বিস্ফোরণে ফের রক্তাক্ত হল বালুচিস্তান। মঙ্গলবার সন্ধ্যায় বালুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক জনসভায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৫জন।
জানা গিয়েছে, স্থানীয় সময় হিসেবে মঙ্গলবার রাতে কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে বালুচিস্তান ন্যাশনাল পার্টির একটি জনসভা ছিল। সভা শেষ হওয়ার প্রায় ১৫ মিনিট পর আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে হতাহতের খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। যদিও শেষ পাওয়া খবরে কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। মঙ্গলবার এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এই হামলার কড়া নিন্দা করেছেন। এটিকে তিনি মানবতার উপর কাপুরুষোচিত আঘাত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে রাজ্যকে অস্থির করে তুলতে এই ধরণের সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটানো হচ্ছে।’