আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মত পরিস্থিতি নেই বাংলাদেশ

প্রতিনিধিত্বমূলক ছবি (Photo: IANS)

১১ লাখ রােহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর আর কোনও শরণার্থীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার মতাে পরিস্থিতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মােমেন। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখােমুখি হয়ে এ কথা বলেন তিনি।

ড.মােমেন বলেন, আফগানিস্তানে জনগণের সরকার হলে আমরা, তাদের সঙ্গে থাকব। আফগানিস্তানের পরিস্থিতি আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের অনুরােধ করেছে, কিছু আফগানকে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য।

তবে, আমরা তাদের বলেছি, আশ্রয় দিতে পারলে আমরাও খুশি হতাম, তবে আমরা ইতােমধ্যেই ১১ লাখ রােহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। আমাদের আর কোনও শরণার্থীকে আশ্রয় দেওয়ার মত পরিস্থিতি নেই।