আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং ওই একইদিনে গণভোটের কথা মাথায় রেখে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত যোগ্য দেশের জন্য ‘অন অ্যারাইভ্যাল ভিসা’ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বুধবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচনের আগে অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভূটান এবং নেপালের মতো প্রতিবেশী দেশগুলির নাগরিকরা বাংলাদেশ থেকে আসার সময় অন অ্যারাইভ্যাল ভিসার সুবিধে পেতেন। তবে সেই ব্যবস্থা স্থগিত রাখার সিদ্ধান্ত এখন সরকারিভাবে ওই দেশগুলির সরকারকেও জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের একজন ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত, এই অন অ্যারাইভাল ভিসা প্রদান স্থগিত থাকবে। এটি সংই দেশগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা সাধারণত বাংলাদেশ থেকে আসার সময় ভিসা সুবিধা পান।
যেহেতু নির্বচনী প্রচার ২২ জানুয়ারি থেকে শুরু হবে এবং প্রধান দলগুলির নেতারা দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করবেন, সেই কারণেই সরকার সম্ভবত সীমান্ত এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করতে নির্বাচনের সময় যে কোনও রকম সম্ভাব্য হিংসাত্মক কার্যকলাপ রোধ করতে এই পদক্ষেপ করছে। অতীতেও নির্বাচনের সময় এই ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই ভিসা পরিষেবাগুলি আবার চালু হওয়ার কোনও সম্ভাবনা নেই। নির্বাচনের আগে বাংলাদেশ তার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বাংলাদেশ ভারতে অবস্থিত তার গুরুত্বপূর্ণ মিশনগুলি থেকে ভিসা প্রদান স্থগিত করেছে। সারা দেশে মোতায়েন করা হয়েছে সেনা। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনীকেও তাদের দায়িত্ব পালনে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।