আগেই ঘোষণা হয়েছে যে, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, আগেই জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আরেকবার সেই কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবারই সে দেশের রাজধানী ঢাকায় তাদের লকডাউন কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ।
হাসিনার দলের নেতা বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, শুধু ঢাকা নয় লকডাউন সারা বাংলাদেশেই সফল। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে শুধু ঢাকায় লকডাউনে ডাক দিয়েছিলাম। বাংলাদেশের মানুষ তা স্বীকৃতি দিয়ে গোটা দেশেই পালন করেছে।
আওয়ামী লীগের লকডাউন চলার সময় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক করেন। জানা গিয়েছে, সেই বৈঠকে তিনি দাবি করেন নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন হবে।
ব্যারোনেস জেনি চ্যাপম্যানকে তিনি বলেন, বহুদিন পর বাংলাদেশের তরুণ-প্রজন্ম ভোটদানের সুযোগ পেতে চলেছে। তিনি এও বলেন, গত ১৫ বছর সাধারণ মানুষকে ভোট দানের অধিকার থেকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ।
ইউনূস ব্রিটিশ মন্ত্রীকে জানিয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোন সুযোগ নেই। কেননা ওই দলের কার্যকলাপ সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ। এমনকি নির্বাচন কমিশনের রেজিট্রেশন হারিয়েছে হাসিনার দল। তাই নির্বাচনে অংশ নেওয়ার কোনও সুযোগ নেই নৌকা শিবিরের।