ফের খবরের শিরোনামে বালোচিস্তান। পাকিস্তানের বালোচিস্তানে জাফর এক্সপ্রেসে ফের হামলা। মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে লাইচ্যুত হয় ট্রেনের ৬টি কামরা। বালোচিস্তানের মাস্তুং জেলার দাশু অঞ্চলে ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার সময় ৪০০ জনের বেশি যাত্রী ছিল ট্রেনে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। শুরু হয় উদ্ধারকাজ। কীভাবে এবং কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে আইইডি বিস্ফোরণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে খবর, পেশোয়ার থেকে কোয়েটা যাচ্ছিল এই এক্সপ্রেস ট্রেনটি। দাশু অঞ্চলে রেল লাইনের একদম পাশেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ফাটল ধরে লাইনে। উল্টে যায় ছয়টি কামরা। খবর পাওয়া মাত্র কোয়েটা থেকে অ্যাম্বুল্যান্স আসে। এসে পৌঁছয় উদ্ধারকারী দল। কামরা থেকে বের করে আনা হয় মহিলা ও শিশুদের। তবে, আপাতত কোনও হতাহতের খবর নেই। এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।
কোনও সংগঠন এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। যে এলাকায় এই হামলা হয়েছে, তা বালোচ বিদ্রোহীদের ঘাঁটি। ফলে অনুমান করা হচ্ছে, হামলার নেপথ্যে রয়েছে বালোচরাই। এদিকে রিপোর্ট অনুযায়ী, এই নিয়ে চলতি অগাস্ট মাসে ৫ বার পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনে হামলার ঘটনা ঘটল।
গত মার্চ মাসে বালোচিস্তানের বোলানে জাফর এক্সপ্রেস অপহরণ করেছিল বালোচ বিদ্রোহীরা। দীর্ঘ অভিযানের পর পাক সেনার তরফে দাবি করা হয়, সব বিদ্রোহীদের হত্যা করে অপহৃতদের উদ্ধার করা হয়েছে। পাল্টা বিদ্রোহীদের তরফে জানানো হয়, ৪৮ ঘণ্টার সময়সীমা পার হওয়ার পর ২১৪ জন পণবন্দিকে হত্যা করা হয়েছে। এরা সকলেই পাক সেনার সঙ্গে যুক্ত ছিলেন। এরপর গত ১০ আগস্ট ফের হামলার শিকার হয়েছিল জাফর এক্সপ্রেস। সেবার ট্রেনের ৬টি কামরা লাইনচ্যুত হয়। বিক্ষোভকারীদের আটকাচ্ছে পুলিশ।