মার্কিন অভিবাসন দপ্তরে হামলা, নিহত ১

আমেরিকায় সরকারি দপ্তরে বন্দুকবাজের হামলা। ডালাসে মার্কিন অভিবাসন দপ্তরে চলল গুলি। হামলায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। হামলা চালানোর পর পরই আততায়ী আত্মঘাতী হয়েছে বলে খবর।

বুধবার স্থানীয় সময় সাড়ে ৭টা নাগাদ উত্তর-পশ্চিম ডালাসের ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট অফিসে হামলা চালানো বলে পুলিশ সূত্রে খবর। এক বন্দুকবাজ এই হামলা চালায় বলে জানা গিয়েছে। এই ঘটনার পর অভিবাসন দপ্তরে কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। তাতে একজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

সরকারি অফিসে ঢুকে আততায়ী কীভাবে গুলি চালাল তা নিয়ে উঠছে প্রশ্ন। সেই সঙ্গে্ অফিসের নিরাপত্তা ব্যবস্থাকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। হামলা চালানোর পর পরই অভিযুক্ত নিজে গুলি করে আত্মঘাতী হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।


এই ঘটনায় স্বভাবতই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে ওই যুবক হামলা চালাল, তা এখনও জানা যায়নি। যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।