শুক্রবার সকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। জাপানের স্থানীয় সময় অনুযায়ী সকাল ১১টা ৪৪ মিনিটে জাপানের উত্তর-পূর্বাংশে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। কম্পনের পরেই প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী এলাকাগুলিতে সুনামির সতর্কতা জারি করা হয়। পরে তা প্রত্যাহারও করে নেওয়া হয়।
জাপানের আবহবিজ্ঞান সংস্থা জেএমএ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের আওমরি প্রদেশের পূর্ব উপকূলে মাটি থেকে ২০ কিলোমিটার গভীরে ছিল। এই জায়গা জাপানের প্রধান দ্বীপ হনসুর উত্তরে অবস্থিত। ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী হোক্কাইডো, আওমরি, আইওয়েট, মিয়াগিতে সুনামির জেরে সমুদ্রের জলের উচ্চতা ১ মিটার হতে পারে বলে সতর্ক করা হয়েছিল।
এই সপ্তাহের সোমবারই জাপানে ভূমিকম্প হয়েছিল। কম্পনের মাত্রা ছিল ৭.৬। সে বারও কম্পনের উৎসস্থল ছিল দেশের উত্তর-পূর্বাংশ প্রদেশ। সেদিনও সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। পরে তা প্রত্যাহর করে নেওয়া হয়। জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। সোমবারের ভূমিকম্পে কোনও প্রাণহানির খবর পাওয়া না-গেলেও আহত হয়েছিলেন ৩৪ জন। ২০১১ সালে ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। মৃত্যু হয়েছিল প্রায় ১৮ হাজার জনের।