আগামী বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন। আসন্ন নির্বাচনে তিনটি আসনে লড়বেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। সোমবার খালেদা পুত্র তারেক রহমানও মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় ওই তিন আসনে লড়তে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে খালেদা জিয়ার তিনটি আসনের জন্য বিকল্প প্রার্থীদের বেছে রাখল বিএনপি।
সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া), বগুড়া-৭ (গাবতলী) এবং দিনাজপুর-৩ (সদর), এই তিন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে অসুস্থ খালেদার। তাঁর হয়ে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি-র অন্য নেতারা। তিনটি আসনে কারা খালেদার হয়ে মনোনয়ন জমা দেবেন, তাও দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করে দিয়েছেন। শনিবার রাতে মাকে দেখতে ঢাকার হাসপাতালে গিয়েছিলেন তারেক।
সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা-১৭ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তারেক। দুপুরে ঢাকার বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তার দপ্তরে গিয়ে তাঁর হয়ে মনোনয়ন জমা দেন বিএনপি নেতারা। দেশে ফেরার পর ঢাকা-১৭ কেন্দ্রেরই ভোটার হয়েছেন তারেক।
গুলশান, বনানী, বারিধারা-সহ বাংলাদেশের রাজধানীর বেশ কয়েকটি অভিজাত এলাকা এই কেন্দ্রের অন্তর্ভুক্ত। ঢাকা-১৭ ছাড়াও আরও একটি আসন থেকে লড়ার কথা তারেক রহমানের। বগুড়ার সদর (বগুড়া-৬) আসন থেকেও বিএনপি প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক। ওই কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না শেখ হাসিনার দল আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে জয়ী হবে বলে মনে করছে বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ। তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবেও অভিহিত করা শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা। অন্যদিকে বিএনপিকে আটকাতে মরিয়া এনসিপি এবং জামাত।