ফিলিপিন্সের পর, রিখটার স্কেলে ৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

প্রতীকী চিত্র

জাকার্তা, ১৬ অক্টোবর- ফিলিপিন্সের পর এবার তীব্র ভূকম্পন দেখা দিল দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা দেখা গিয়েছে ৬.৭। ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার দুপুর নাগাদ অনুভব করা যায় এই ভূমিকম্প। তবে এখনও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও স্পষ্টভাবে জানা যায়নি এখনও।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এর পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার বেলার দিকে পাপুয়া প্রদেশে এই ভূমিকম্প হয়। ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল আবেপুরা শহর থেকে ২০০ কিলোমিটার দূরে একটি জায়গায়। সেই জায়গায় জনসংখ্যা ৬২ হাজারের বেশি। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি এবং প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে যে, ভূকম্পনের জেরে কোনোরকম সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

উল্লেখ্য, এক দিন আগেই ফিলিপিন্সের দক্ষিণ উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। ওই ভূমিকম্প হয় মিন্দানাও অঞ্চলে। এরপর ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি এলাকায় জারি করা হয় সুনামি সতর্কতা। এছাড়া কিছু দিন আগেই ইন্দোনেশিয়ার পাপুয়াতে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল।